উৎসবের দিনগুলোতে আপনার অন্দরমহলে থাকা চাই আনন্দের আমেজ। দেবী দূর্গার আগমনে বাঙালি
মনে স্বাভাবিকভাবেই থাকে খুশির জোয়ার। এটি বললে ভুল হবে না যে, বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়ের
মানুষেরা সারাবছর ধরে দূর্গা পূজার প্রস্তুতি নেয়। ডিজাইনার কাপড় পরা, ঐতিহ্যবাহী রান্না করা, সবই
ভীষণ আনন্দের কাজ। কিন্তু এই আনন্দ থেকে আপনার ঘর বঞ্চিত হবে কেন?
এখন, কীভাবে আপনার আরামদায়ক ঘরকে নতুন রূপে ফুটিয়ে তোলা যায়? এই লেখায় কিছু টিপস নিয়ে
আলোচনা করা হয়েছে যা আপনার ঘরকে দূর্গা পূজার এই সময়ে করে তুলবে সজীব ও স্বাগতিক।
১. আপনার অন্দরমহল আলোয় সাজিয়ে তুলুন
দূর্গা পূজা বলতেই আমরা অন্য সবকিছুর চেয়ে বেশি বুঝি আনন্দে বেঁচে থাকার বিষয়। এই দিনগুলো দেবী
দূর্গাকে ঘরে স্বাগত জানানোর দিন। তাই এই সময়ে ঘরকে অন্ধকারাচ্ছন্ন রাখা নিশ্চয়ই শুভ কিছু হবে না।
তাই আপনার ঘরকে যতটা সম্ভব আলোকিত রাখার চেষ্টা করুন। এক্ষেত্রে প্রদীপের ব্যবহার ঘরে আনবে
পূজার আমেজ। আপনার ঘরের মন্দিরকে আলোকজ্জ্বোল করুন। সাথে বাড়িতে থাকা কম আলোয় থাকা
কর্ণারগুলোকে ছোট বাতি দিয়ে সাজাতে পারেন।
২. ঘরে যুক্ত করতে পারেন মাটির তৈরি জিনিসপত্র
মাটির পাত্র, ফুলদানী, এবং আরো টেরাকোটার জিনিসপত্র আপনার ঘরে আনবে ঐতিহ্যবাহী আমেজ।
মাটির পাত্রগুলোতে সংযোজন হিসেবে কাজ করবে হ্যান্ড পেইন্ট এর কাজ। আপনি চাইলে এগুলোকে
ব্যববার করতে পারেন যেকোন পাত্র হিসেবে, যা ঘরে ঐতিহ্যবাহী সংযোজন হিসেবে কাজ করবে।
৩. ঘরকে রাঙিয়ে তুলুন রাঙ্গোলির সাহায্যে
রাঙ্গোলি এই অঞ্চলের সবচেয়ে পুরোনো কারুকলার মধ্যে একটি। এর সাহায্য দূর্গা পূজায় আপনার ঘরে
ফুটে উঠবে উৎসবের আমেজ। আপনি নিজের হাতেই তৈরি করে ফেলতে পারবেন আপনার মেঝেতে
একটি রঙিন রাঙ্গোলি, উপাদান হিসেবে লাগবে ফুলের পাপড়ি এবং চালের গুড়ো। আপনি যদি কোনো
রিস্ক নিতে না চান, তাহলে মেঝেতে ব্যবহার করতে পারেন বড় কোনো পানিওয়ালা পাত্র যেখানে রাখতে
পারেন ফুলের পাপড়ি। ফুলের পাপড়িগুলো পাত্রতে সুন্দর কোনো নকশায় সাজাতে পারেন। নান্দনিক
শোনাচ্ছে বেশ, তাইনা?
৪. ফুলের সজ্জ্বা
ঘর সাজানোর জন্য ফুলের চেয়ে ভালো কিছু হতেই পারে না। ফুল, যা কিনা পবিত্রতার প্রতীক, আপনার
ঘরকে করে তুলবে উৎসবের জন্য রঙিন। ফুল ঘর সাজাতে ব্যবহার করা ছাড়াও ব্যবহার করতে পারেন
ফুলের সুগন্ধিও। শাপলা, পদ্মের মতোন ফুলের সাহায্যে প্রদীপ অথবা জলে ভাসানো মোমবাতি যোগ করে
বড় রঙিন পানির পাত্র সাজাতে পারেন।
৫. রঙিন কাপড়ের ব্যবহার
আপনার অন্দরমহল আর যাই হোক, উৎসবের সময়গুলোতে নিস্তেজ যেন না দেখায় সেই প্রচেষ্টা করতে
হবে। আপনি নিশ্চয়ই দেবী দূর্গাকে কম আলোকিত ঘরে প্রবেশ করাতে চান না। আপনার বাড়ির মন্দিরকে
সাজাতে তাই রঙিন কাপড়ের ব্যবহার করুন। বিছানার চাদর, এবং পর্দার রংগুলো যেন হয় উজ্জ্বল।
ঘরকে সাজিয়ে তোলা যেন উৎসবের আনন্দকে কয়েকগুণ বাড়িয়ে তোলে। এই পূজায় তাই এই ৫টি টিপস
এবং আপনার সৃজনশীলতার মিশেলে ঘরকে করে তুলুন আনন্দময়ী।
অন্দরমহল সাজাতে যদি অভিজ্ঞদের পরামর্শ চান, তাহলে যোগাযোগ করুন Sheraspace এর সঙ্গে।
এই ব্লগটি ইংরেজিতে পড়ুন।
অনুবাদ: নার্গিস হামিদ মনামী
No Comments